নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এ প্রতিপদ্য বিষয়কে সামনে নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বে-সরকারি সংস্থা উন্নয়নের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “উন্নয়নে যুব সমাজ” সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি শাখা অফিস চত্বর মাঠ থেকে র্যালিটি বের হয়ে আশাশুনি বাজার প্রদিক্ষণ শেষে অফিস হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, উন্নয়নে যুব সমাজ সদস্যবৃন্দরা উপস্থতি ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন।