আশাশুনিতে বিবাদীদের হামলায় বাদি আহত

27

অাশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানায় চুরির অভিযোগ কারিকে পিটিয়ে গুরুতর জখম করেছে বিবাদীরা। আহত বাদি বুড়িয়া গ্রামের মৃত কেনা শেখের পুত্র হারুন শেখ কে স্থানীয়রা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনি জানান, গত ১৫ জুলাই রাত দুটোর দিকে একদল চোর সিঁদ কেটে অস্ত্রের মুখে নগদ টাকা সহ স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি একই গ্রামের মৃত দেলবার সরদারের পুত্র মালেক, মালেকের পুত্র আওলাদ ও বাদশা এবং জেলপাতুয়া গ্রামের মনোরঞ্জন ঢালীর পুত্র মঙ্গল ঢালীকে আসামী করে ১৬ জুুলাই আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে এসআই দেলোয়ার হোসেন গত ২১ জুলাই ঘটনাস্থলে তদন্ত করতে যান। উভয় পক্ষের সাথে কথা বলে তিনি ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে উল্লেখিত বিবাদীরা হারুন শেখ কে পিটিয়ে গুরুতর জখম করে। মালেক গংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতোপূূর্বে হারুন শেখ থানায় ৩০১ নং সাধারন ডায়েরী করেছিলেন। বর্তমানে বিবাদীপক্ষের হুমকির মুখে বাদী পক্ষের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। চুরিতে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় হারুন শেখ বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।