আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনি উপজেলার বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙ্গে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে। শনিবার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এসব সামগ্রী সরবরাহ করা হয়।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে পানি বন্দী হাজার হাজার মানুষের পানিবাহিত রোগ সংক্রমণ প্রতিরোধে সিভিল সার্জন অফিসের উদ্যোগে পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, ওআরএস (খাবার স্যালাইন) সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। ভাংগন কবলিত এলাকা পরিদর্শন শেষে সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত সংশ্লিষ্ট ইউনিয়ন এর সহঃ স্বাস্থ্য পরিদর্শক মইনুল হোসেন এবং সিএইচসিপি আলীমুন রাজিবের নিকট এসব হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সিভিল সার্জন অফিসের এমও ডিসি ডাঃ জয়ন্ত সরকার, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা, ক্যাশিয়ার মছিবুর রহমান, এইচএ মোক্তারুজ্জামান স্বপন ও সাইফুল্লাহ কবীর উপস্থিত ছিলেন।