সোহরাব হোসেন ,বিশেষ প্রতিনিধি আশাশুনিঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দেশী অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) আকরাম হোসেন জমাদ্দার, এএসআই (নিঃ) কবির হোসেন অভিযান চালিয়ে ন্যাকড়াখালী বিলের মধ্য হতে দেশীয় অস্ত্র তরবারী (রামদা) ও ছ্যান দাসহ হাজীপুর গ্রামের আঃ মাজেদ গাজীর পুত্র ইমদাদুল গাজীকে (২২) গ্রেফতার করেন। এব্যাপারে আশাশুনি থানায় অস্ত্র আইনে ১০(১০)১৮ নং মামলা রুজু করা হয়েছে।