আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনিতে ব্লাক বেঙ্গল জাতের ছাগলের এক্সিভিশ/মেলা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে এক্সিভিশন/মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মেলায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, সমবায় অফিসার মোঃ করিমুল হক, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় ২ জন পাঠা পালনকারী ও ৪৮ জন ছাগী পালনকারী খামারী অংশ নেন। মেলায় খামারীদেরকে নীতিমালা অনুযায়ী মূল্যায়ন করা হয়।