আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের কর্মী সভা

126

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলমের পক্ষে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ওয়ার্ডের বিভিন্ন গ্রামে এ সভার আয়োজন করা হয়।
৪ ওয়ার্ডের সোদকোনা, পালপাড়া, ধান্যহাটি ও কুড়িকাহনিয়া গ্রামের দলীয় নেতাকর্মীদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন সাবেক মেম্বার বনোমালী দাশ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি, জেলা সভাপতি মোল্যা রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম।

সভায় সকল ওয়ার্ড থেকে অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সকল শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।