আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত

49
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম ৭নং ওয়ার্ডের শব্দলপুর হাজরাতলা কালিমন্দির মাঠে নির্বাচনী মতবিনিময় করছেন।

নিজস্ব প্রতিনিধি :  জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে তিনি আশাশুনি সদরের ৭নং ওয়ার্ডের শব্দলপুর হাজরাতলা কালিমন্দির মাঠে এ মতবিনিময় করেন।

আকবার আলী খোকনের সভাপতিত্বে এবং উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম।

উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাবেক শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, শহিদুল ইসলাম খোকন, সুভাষ মন্ডল, জবেদ আলী, প্রভাষক নুরুল হুদা সানা, আজাদুল ইমলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান প্রমুখ।

স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে ঢালী মো: সামছুল আলমের জন্য আমরা কাজ করবো। তৃণমূল মানুষের মন জয় করেছেন তিনি। জনগনের পাশে থেকে সবসময় তিনি কাজ করে চলেছেন। মানুষের দুঃসময়ে তিনি সবসময় কাছে থেকে সহযোগিতা করে চলেছেন।তিনি যেমন সবসময় জনগনের পাশে থেকে কাজ করেছেন ঠিক তেমনি আমাদেরও উচিত সামনের নির্বাচনে তাকে ভোট দিয়ে তার যোগ্য স্থানে বসানো। এসময় এলাকার শত শত নারী, পুরুষ, যুব-ছাত্র দলভেদে উপস্থিত ছিলেন।

স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম বলেন, যেভাবে জনগনের পাশে থেকে কাজ করছি এভাবে সামনের দিনগুলো কাজ করে যেতে চাই। আমি চেয়ারম্যান হতে পারলে আশাশুনি সদর ইউনিয়নকে একটি ডিজিটাল, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।