আশাশুনিতে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী সামছুল আলমের সৌজন্যে যুবদের মাঝে ফুটবল বিতরণ

38

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার সভাপতি ঢালী মো. সামছুল আলমের পক্ষে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে আছরের নামাজ শেষে আশাশুনি সদরের আলাদতপুর ও কোদন্ডায় গ্রামের যুবকের মাঝে ফুটবল প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ও দলীয় নেতাকর্মী ও সমার্থকবৃন্দ।

ফুটবল বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম বলেন, মাদক আর মোবাইলের গেম ছেড়ে যুবদের খেলামূখি হতে হবে,লেখাপড়া করতে হবে।মানুষের মত মানুষ হয়ে সমাজের ভালো কাজে এগিয়ে আসতে হবে।