সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি আশাশুনিঃ আশাশুনিতে সলিডারিটিস ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদ্যোগে ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তায় সলিডারিটিস ইন্টারন্যাশনাল ও সুশীলনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সলিডারিটিস ইন্টারন্যাশনালের প্রোগ্রাম সুপারভাইজার মিজানুর রহমান।
মাণ্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কৌশলগত উদ্দেশ্য, আউটকাম, প্রকল্পের বিস্তারিত তথ্য সম্বলিত আলোচনা উপস্থাপন করেন সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে ও প্রজেক্টের জেলা সমন্বয়কারী শাহিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার এস এম আজিজুল হক, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, ইউপি চেয়ারম্যান আঃ আলিম ও দিপংকর কুমার সরকার দিপ প্রমুখ বক্তব্য রাখেন।