আশাশুনি প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আন্তরিকতায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আশাশুনি কার্ড (উপকরাভোগি) তালিকা যাচাই বাছাই করার জন্য ১১ টি যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশে ৫০ লক্ষ মানুষকে সহায়তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই আওতায় আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৮০০০ মানুষ (পরিবার) কে সহায়তা দানের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্তদের সঠিক ও সুন্দরভাবে যাচাই বাছাই কাজ সুনিশ্চিত করার লক্ষ্যে ১১ ইউনিয়নে ৯ সদস্য বিশিষ্ট পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি খুবই স্বল্পতম সময়ে প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করে প্রদত্ত¡ তথ্য ও সঠিকতা যাচাই বাছাই করবে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহিনা সুলাতানা প্রমুখ উপস্থিত ছিলেন।