আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে ঈঙঠওউ-১৯ (এন করোনা) ভাইরাস সম্পর্কিত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডাঃ শহিদুল্লাহ ও এমওডিসি ডাঃ মিঠুন বিশ^াস। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইমাম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।