আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে সমকালীন চাষাবাদের আওতায় কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কর্তন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বুধহাটা ইউনিয়নের বেউলা ব্লকে ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে একসাথে ধান কাটা, ধান ঝাড়া ও ধান বস্তাবন্দি করার জন্য উপযোগি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার আয়োজন করেছে। করোনা ভাইরাসে শ্রমিকের সমস্যা পুষিয়ে নেওয়া, বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কারনে মাঠে ফসল ও বিচালীর ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য স্বল্প সময়ে ও কম খরচে ধান কর্তনের জন্য কৃষি মন্ত্রণালয়ের আধুনিক যন্ত্রপাতির সুব্যাবহার প্রত্যান্ত অঞ্চলের কৃষকদের দোর গোড়ায় পৌছে দেওয়ার পরিকল্পনাকে সফল করতে এ ধান কর্তনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বেউলা ব্লকের কৃষক আঃ আজিজ, শের আলি, ফিরোজ কবির, আঃ রশিদ, নজরুল ইসলাম ও আরছার আলির ক্ষেতের ধান কর্তনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, ইউপি সদস্য মতিয়ার রহমান, এসএপিপিও আঃ গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বেউলা ব্লকের দায়িত্বরত উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের সার্বিক যোগাযোগের মাধ্যমে এলাকার ৩০ জন কৃষককে সমকালীন চাষাবাদের আওতায় এনে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটার আয়োজন করা হয়। এই মেশিনে প্রতি বিঘা জমির ধান মাত্র ১৪ শত টাকার বিনিময়ে কর্তন করা হচ্ছে। প্রতি ঘন্টায় একই সাথে ৩ বিঘা জমির ধান কর্তন, মাড়াই ও ধান বস্তাবন্দি করা যাবে। বিচালী ক্ষেতে সাজানো অবস্থায় পড়ে যাবে। যা শ্রমিকদিয়ে গুছিয়ে নেতে হবে।