আশাশুনিতে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

17

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাইথালী বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করেন।

এসময় বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে ও প্রত্যেক দোকানে মূল্য তালিকা প্রর্দশন না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।