নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বে-সরকারি সংস্থা “উন্নয়ন”-এর আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শাহাদাত বরণকারী শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উন্নয়ন আশাশুনি শাখা অফিসের সকল স্টাফবৃন্দ, এলাকার সুধিজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন।