আশাশুনিতে উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তির চেক বিতরণ

453
উন্নয়ন সংস্থার চেক বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন সহ অতিথিবৃন্দরা।

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা ” উন্নয়ন ” এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনিতে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস রুমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন অতিদরিদ্র কার্যক্রম ভূক্ত সদস্যর মেধাবি সন্তানদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।

এসময় উন্নয়ন সংস্থার আশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এসএম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো: শাহরিয়ার হোসেন, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাবের হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মো: ইকবাল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা বৃত্তিতে ৬ জন মেধাবি ছাত্র-ছাত্রীদের হাতে ১২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এসময় উন্নয়ন সংস্থার পক্ষে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন উন্নয়ন সংস্থা।