আশাশুনিতে উন্নয়ন সংস্থার ১৫ আগস্ট উপলক্ষে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

90
আশাশুনিতে উন্নয়ন সংস্থার জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ছবি : লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা ” উন্নয়ন ” এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় উন্নয়ন সংস্থার সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার (এএম) ও আশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মো: জহুরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো: ঈদ্রীস আলী, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাবের হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মো: ইকবাল কবির, লিফট কর্মসূচির মৎস কর্মকর্তা মো: তানভীর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।