আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস পালিত

38
আশাশুনিতে বে-সরকারি সংস্থা উন্নয়নের আয়োজনে মা দিবস পালনের একাংশ।
আশাশুনিতে বে-সরকারি সংস্থা উন্নয়নের আয়োজনে মা দিবস পালনের একাংশ।

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস পালিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় এবং “উন্নয়ন” সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় রবিবার (১২ মে) সকাল ১০টায় উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশাশুনির বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে মা দিবস পালিত হয়।

সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, বিভিন্ন গ্রাম থেকে আগত মায়েরা।