প্রেস বিজ্ঞপ্তি : উন্নয়ন সংস্থা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি’র আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নে বিনামূল্যে নাক, কান ও গলা বিষয়ক স্বাস্থ্য অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে মোট ৬৯ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন, ডাঃ অধীশ ব্যানার্জী, এমবিবিএস, পিজিটি (ইএনটি), সিএমইউ (আল্ট্রা), এইচএমও (নাক, কান ও হেড-নেক সার্জারী বিভাগ), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল।
এবং ডাঃ দীপন বিশ্বাস, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), না, কান ও গলা চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এসময় উপস্থিত ছিলেন, সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন প্রমুখ।