নিজস্ব প্রতিনিধি : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস- ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় উন্নয়ন সংস্থার আশাশুনি শাখার সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আশাশুনির বিভিন্ন রাস্তা ও বাজার প্রদিক্ষণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো: শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় যুব সমাজের উদ্দেশ্যে ও জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাবের হোসেন। এসময় স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, আশাশুনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুব সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।