আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

211

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বে-সরকারি সংস্থা “উন্নয়ন”-এর আয়োজনে ১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শাহাদাত বরণকারী শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে- লাল সবুজের কথা।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, আশাশুনি শাখা অফিসের সকল স্টাফবৃন্দ, এলাকার সুধিজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মইনুল সরদার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন।

উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে- লাল সবুজের কথা।