আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশী অভিযানে ০৭ পিচ ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুই আসামীকে আটক করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে শুক্রবার এএসআই দেবাশিষ মন্ডল ও এএসআই রিয়াজউদ্দীন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার বসুখালী গ্রামের মাগরিব গাজীর ছেলে আবু সাঈদ (৩০) ও আশাশুনি সদরের আমিরুল ইসলাম ওরফে খোকন এর ছেরে আবু হাসান সরদার কে সোদকনা এলাকা হতে ০৭ পিচ ইয়াবা ট্যাবলেট ৪৫ গ্রাম গাঁজা সহ হাতেনাতে করা হয়। পওে এ সংক্রান্ত থানায় ২৭(২)২০২০ মামলা রুজু করে আসামীদেরকে শনিবার বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।