আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলায় ইট বহনকারী ট্রলি উল্টে ২ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে আশাশুনি টু কোলা-ঘোলা রাস্তার কলিমাখালি ইজ্জত আলির বাড়ির পাশের কালভার্টের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের হাফিজুল ইসলামের পুত্র ইকরাম হোসেন (২০) ও বলিয়াপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র তাহসিম আহমেদ (১৭) আশাশুনি থেকে ইট নিয়ে নছিমাবাদ যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে আশাশুনি টু কোলা-ঘোলা রাস্তার কলিমাখালি ইজ্জত আলির বাড়ির পাশের কার্লভাটের কাছে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ইটভর্তি ট্রলি কালভার্টের নিচে উল্টে পড়ে।
পরে স্থানীয়রা খবর দিলে আশাশুনি ফায়ার স্ট্রেশনের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) আবুল কালাম মোড়লের নেতৃত্বে একটি টিম সাড়ে ১১.৩০ টার দিকে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতাল ভর্তি করে।
ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আবুল কালাম মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।