আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ইটের পাঁজা মালিককে ১৫০০০ হাজার টাকা জরিমানা ও ১০ হাজার কাচা ইট বিনষ্ট করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আমিন উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে মোবাইল কোর্ট পরিচালনকালে ২০১৩/৪-৫-৬ ধারায় খরিয়াটি গ্রামের বারীক গাজীকে ৫ হাজার টাকা এবং হাজী মান্নান খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ফায়ার সার্ভিসের টিম, আশাশুনি থানার এএসআই মোকাদ্দেস হোসেন, পিএসআই আমিনুল ইসলাম প্রমুখ।