আশাশুনিতে ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন

13

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে ও দুব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষে ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ আগ্রাসনে মানুষ ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করছে। বাংলাদেশেও করোনার উপস্থিতিতে সরকার ভাইরাস নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কবল থেকে জাতিকে রক্ষার্থে নানা মুখী পদক্ষেপ গ্রহন করেছেন।

এরই সূত্র ধরে আশাশুনির সকল ইউনিয়ন বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, বিদেশ থেকে এলাকায় ফিরে আসা মানুষকে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করার পাশাপাশি জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার ১১ ইউনিয়নে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সরকারি কর্মকর্তা, কর্মচারী ও ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে গঠিত কমিটি স্ব-স্ব ইউনিয়নে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কোন বিদেশ থেকে ফিরে আসা ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে ও বাজারে অনিয়ম পরিলক্ষিত হলে সাথে সাথে ইউএনও মহোদয়কে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত করা হয়।