আশার সলতে জ্বালিয়ে রাখার লড়াইয়ে মোস্তাফিজের মুম্বাই-রাজস্থান

62
Jaipur: Mustafizur Rahman of Mumbai Indians during an IPL 2018 match between Mumbai Indians and Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur on April 22, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

টেবিলের পঞ্চম স্থানে মুম্বাই ইন্ডিয়ানস। আর ষষ্ঠ অবস্থানে রাজস্থান রয়্যালস। এ পরিস্থিতিতে একে অপরকে ছাড়িয়ে যেতে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে দুদল।

এ দ্বৈরথের ফলের ওপরই নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজি দুটির আইপিএলভাগ্য। যে দল পরাজয় বরণ করবে, প্লে অফে খেলার সমীকরণটা তাদের জন্যই কঠিন হয়ে দাঁড়াবে।

এ মুহূর্তে মুম্বাই-রাজস্থান দুদলই ছন্দে আছে। শুরুতে একের পর এক হার বরণ করলেও মাঝপথ পেরিয়ে খেলায় ফিরে এসেছে উভয়ই। কলকাতা নাইট রাইডার্সকে ঘরে ও বাইরে হারিয়ে শেষ চারের আশার সলতে জিইয়ে রেখেছে রোহিত বাহিনী। অন্যদিকে চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারিয়ে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে দিয়েছে রাজস্থান।

১১ ম্যাচ খেলে দুদলের পয়েন্টই এখন ১০। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ টেবিলে পাঁচে মোস্তাফিজরা। এ অবস্থায় প্লে অফের দৌড়ে টিকে থাকতে দুদলকেই প্রত্যেক ম্যাচ জিততে হবে। তাই জয় ভিন্ন তাদের কোনো পথ খোলা নেই।

চলমান আইপিএলে মুম্বাইয়ের হয়ে প্রথম ৬ ম্যাচেই মাঠে নামেন মোস্তাফিজ। বল হাতে প্রায় প্রতি মাচেই স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। তবে হারের ঘূর্ণিতে ঘুরে দাঁড়াতে পারছিল না দলটি। এতে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে অফে খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়।

ফলে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কপাল পুড়ে মোস্তাফিজুর রহমানের। সুযোগ মেলে কাটিংয়ের। ভাগ্যও বদলে যায় আইপিএল ইতিহাসে সফলতম দলটির। এর পর থেকেই মাঠের বাইরে টাইগার কাটার মাস্টার। এ ম্যাচেও অনিশ্চিত দ্য ফিজ।

সঙ্গত কারণে মুম্বাই-রাজস্থান ম্যাচ মহীরুহ রূপ ধারণ করতে পারে। ক্রিকেটপ্রেমীরাও চাচ্ছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে তুমুল যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।