আলোচনার মধ্যেই অনুশীলনে যোগ দিলেন সাকিব

85
সাকিব আল হাসান
সাকিব আল হাসান। ছবি: ইন্টারনেট

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের ক্রীড়ামোদীদের দৃষ্টি এখন অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চললেও পাদপ্রদীপের আলোয় সাকিব। ফেসবুক লাইভে বিসিবিকে নিয়ে তার এক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রীড়াঙ্গনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সদ্যজাত সন্তান ও স্ত্রীকে রেখে দেশে ফিরেছেন সাকিব। একদিন বিশ্রামের পর বুধবার সকালে অনুশীলনে যোগ দিলেন তিনি।

৩৪তম জন্মদিনের সকালে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন তিনি ইনডোরের পাশের নেটে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে আগামী ১ এপ্রিল ভারতে যাবেন সাকিব। এ টুর্নামেন্টের আগে নিজেকে একটু ঝালিয়ে নিতে মঙ্গলবার ভোর রাতে তিনি দেশে ফেরেন যুক্তরাষ্ট্র থেকে। মঙ্গলবার রাতে বোনকে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

বুধবার সকালে মিরপুরে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে কথা বলতেও দেখা যায় সাকিবকে। গত মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের সময় কুঁচকিতে চোট পাওয়ায় তিনি খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। সবারই ধারণা ছিল— মূলত সাকিবের লাইভ নিয়ে যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে, তার সুরাহা করতেই বুঝি এভাবে দেশে চলে আসা তার। এমন গুঞ্জনও শোনা যায়, মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন সাকিব। কিন্তু রাতভর অপেক্ষা করেও সাংবাদিকরা সাকিবের দেখা পাননি।

গত কয়েক দিন সাকিব আলোচনায় ছিলেন একটি সাক্ষাৎকারকে ঘিরে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির আয়োজনে ফেসবুকে একটি ভিডিও সাক্ষাৎকারে গত শনিবার সাকিব বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। কাঠগড়ায় দাঁড় করান বিসিবি পরিচালক ও দেশের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমানকে। সাকিবের কথার সমর্থনে কথা বলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনিও বিসিবিকর্তাদের খবরদারি নিয়ে প্রশ্ন তোলেন।