আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সাতক্ষীরায় আসছেন আজ

267

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক আজ সোমবার সাতক্ষীরায় আসছেন। বিকাল ৩টায় তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। জনসভায় সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক। সন্ধ্যায় বিএম মোজাম্মেল হক সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা সভায় মিলিত হবেন। সাতক্ষীরা জেলা আওযামী লীগের নতুন কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হকের সাথে এটিই আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। তবে ইতোমধ্যে গত পয়লা ফেব্রুয়ারি জেলাবাসিকে শোক সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন জেলাবাসির অভিভাবক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন। একদিকে বিরাজ করছে নন্দিত জননেতা মুনসুর আহমেদকে হারানোর শোক অন্যদিকে পৌরসভার নির্বাচনী প্রচারণা। এমনই এক সন্ধিক্ষণে কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হকের আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে শক্তি ও সাহস। প্রিয় নেতাকে কাছে পেয়ে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। বিএম মোজাম্মেল হকের দিক নির্দেশনা ও প্রেরণায় উদ্দীপ্ত হবে জেলা আওয়ামী লীগ। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ নাসেরুল হকের পক্ষে সকল ভেদা-ভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের উদ্বুদ্ধ করবেন-এমন প্রত্যাশা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের।