আর্জেন্টিনা যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে অথবা হারে তবে কী হবে?

17
আর্জেন্টিনা
আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় আর্জেন্টিনার নাম একটু পরেই আসছে। লিওনেল মেসিও বলেছিলেন এবারের বিশ্বকাপে তার দল ফেভারিট নয়। তবে ফেভারিট না হলেও আর্জেন্টিনা যে আইসল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে পারবে না সেটা ধারণা করেনি কেউই। ধারণার বাইরের এই ফলটা খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে।

আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করাতে আর্জেন্টিনার ভাণ্ডারে পয়েন্ট এখন ১। এই মুহূর্তে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে আর্জেন্টিনা। গ্রুপের শীর্ষে ক্রোয়েশিয়া। আজ এই ক্রোয়েশিয়ার বিপক্ষেই নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে আর্জেন্টিনা। প্রশ্ন হচ্ছে, এই ম্যাচেও যদি জিততে না পারেন মেসিরা তবে কী দাঁড়াবে সমীকরণ?

এমন প্রশ্ন উঠছে, কারণ একদিকে আইসল্যান্ডের বিপক্ষে জিততে না পারা আর্জেন্টিনার অবস্থা ছন্নছাড়া অন্যদিকে দুর্দান্ত ফর্মে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়া ক্রোয়েশিয়া দলে বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার। ইভান রাকিতিচ খেলছেন বার্সেলোনায়। লুকা মডরিচ রিয়াল মাদ্রিদের, মারিও মানজুকিচ জুভেন্টাসে। এই তিনজনকে চোখ বন্ধ করে বিশ্বমানের বলে দেওয়া যায়। বাকিরাও খুব বেশি পিছিয়ে নেই। ফলে ক্রোয়েশিয়াকে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাঁধা মনে করা হচ্ছে।

এবার দেখা যাক, এই বড় বাঁধা পেরুতে না পারলে আর্জেন্টিনাকে কোন সমীকরণের সামনে পড়তে হচ্ছে।আজ আর্জেন্টিনা যদি হেরে যায় তবে ক্রোয়েশিয়া সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। আর আর্জেন্টিনার গ্রুপ পর্ব পেরুনোটা তখন ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। কারণ দুই ম্যাচ শেষে মেসিদের পয়েন্ট থাকবে ১। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও পয়েন্ট হবে ৪। তবে টানা দুই ম্যাচে বাজে পারফরর্মের পর নাইজেরিয়ার মতো দলকে হারানোটা মোটেও সহজ হবে না মেসিদের। আর নাইজেরিয়ার বিপক্ষেও ড্র করলে বা হারলে তখন ব্যাগ গোছাতে আর দেরি করতে হবে না আজেন্টাইনদের।

এদিকে, আইসল্যান্ডের পয়েন্ট ১, আর নাইজেরিয়ার ০ (শূণ্য)। এই দুই দলেরই সামর্থ্য আছে একে অপরকে হারানোর। আইসল্যান্ড যদি নাইজেরিয়াকে হারিয়ে দেয় তবে তাদের পয়েন্ট বেড়ে হবে ৪। আর ক্রোয়েশিয়াকে কোনো মতে আটকে দিতে পারলে আর্জেন্টিনার কপালে ‘দুঃখ আছে’! আবার নাইজেরিয়া যদি আইসল্যান্ডকে হারিয়ে দিতে পারে আর পরের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ‘অঘটন’ ঘটিয়ে দেয় তবেও দেশে ফেরার জন্য ব্যাগ গোছাতে হবে মেসিদের। কারণ দুই ম্যাচ জিতলে নাইজেরিয়ার পয়েন্ট হবে ৬। আর্জেন্টিনা তখন অনেক পিছিয়ে থাকবে।

আজ ক্রোয়েশিয়াকে হারিয়ে দিতে পারলেও আর্জেন্টিনা যে খুব ভালো জায়গায় থাকবে তেমনটা কিন্তু নয়। দুই ম্যাচ শেষে মেসিদের পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে নাইজেরিয়ার সাথে জিততে না পারলে আবার বিপদের সম্ভাবনা থাকবে। নাইজেরিয়ার বিপক্ষে ড্র করলে পয়েন্ট হবে ৫। তখন অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে কাল ড্র করলে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও পয়েন্ট হবে ৫। তখনও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। আর্জেন্টিনার জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো কাল ক্রোয়েশিয়াকে হারানো এবং তারপর নাইজেরিয়াকে হারানো। মেসিরা প্রস্তুত তো! দেখা যাক।