গাজী আবদুর রহিম
আমার একটা নদী আছে, সাপখালী নামে_খুব বেশি প্রশস্ত না
ভাঙাচোরা পাড়_হাঁটুজলে গলা উঁচিয়ে আছে ঢোলকলমি, ভাসমান কচুরিপানা।
খালকে আবার নদী মারাইছে বলে টিপ্পনী কাটে বন্ধুরা
আমার সব দুঃখ তার কাছে বেচি তটে বসে নিঝুম সন্ধেবেলা।
দুএকজন জেলে পাশ দিয়ে হেঁটে যায়
নিরবতাকে কেউ ঘুম থেকে না জাগায়।
বটগাছের ছায়া পড়ে নদী জলে
মনে হয় দাদি পাশে বসে রূপকথার গল্প বলছে।
শরৎকালে এইসব তটে জন্ম নেয় ধোঁয়াটে কাঁশফুল
জলে মাথা উঁচু করে শাপলা দেখে কোথা তার মাতুল।
সন্ধে হলে এই জলে প্রতিদিন ডুব দেয় জগৎ লক্ষ গুন বড় লালবৃত্ত
সাতসকালে বকরা এখানে করে গান আর নৃত্য
কালের সাক্ষী হয়ে তটে কুঁজো হয়ে আছে একসারি কুঁড়েঘর
জেলেদের কাছে এগুলো নিজস্ব বাবুই নীড়।