আবশেষে পঞ্চানন মহলী নামে এক নামধারী ভারতীয় ভূয়া ডাক্তার আটক

35

মো : আজিজুুল ইসলাম(ইমরান): সাতক্ষীরায় পঞ্চানন মহলী নামে এক নামধারী ভারতীয় ভ- ডাক্তার আটক করা হয়েছে। আজ ১৪ই আগষ্ট সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিটে সাতক্ষীরা শহরের এস.পি.বাংলোর বিপরীত পাশের্^ আবস্থিত কয়েকটি বেসরকারী ক্লনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন। এই সময় ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারের এক কক্ষ থেকে তাকে আটক করা হয়। তিনি ১৯৮৬ সাল থেকে সাধারণ মানুষকে ঠকিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে যাচ্ছে। তিনি ঢাকার উত্তরায় অবস্থিত প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলোজি হসপিটাল থেকে ২০০১ সালে কপ্লিমেটারী মেডিসিন ডিগ্রি অর্জন করেন। কিন্তু উক্ত ইউনিভারসিটি মোবাইল কোট ২০০৯ এর ১ম,২য়,৩য়,৪র্থ ও ৫ম তফসিলের অন্তভূক্ত নয় বলে তার প্রার্ক্টিস করার আইনগত কোন বৈধতা নেই। এর পূর্বেও খুলনায় মোবাইল কোর্টের অভিযানে তাকে ৩মাসের কারাদ- প্রাপ্ত হয়। মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন মামলায়(২৭৫৪/২০১৪)চলমান যা গাত ১৯ মার্চ ২০১৮ এর আদেশ মতে ১৯ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত ডাক্তার উপাধি ব্যবহার পূর্বক চিকিৎসা প্রদানের অনুমতি প্রাপ্ত। তার পর তার প্রাকটিস করার আর কোন বৈধতা থাকবেনা। উল্লেখ্য যে উনি নিজেকে চর্ম,যৌন,এলার্জি ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ বলে দাবী করেন যা সম্পূর্ণ ভিত্তিহীন। আশিক্ষিত মানুষকে প্রতারণা করার জন্য প্রেসক্রিপশন প্যাডে এম বি বি এস (ঢাকা) লিখে থাকেন যাতে সাধারণ মানুষ তাকে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ভেবে বিভ্রান্ত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: নাজমুন নাহার ও আসফিয়া সিরাত এর উপস্থিতিতে তাকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: নাজমুন নাহার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন,এই ধরণের ভ- ডাক্তারদের করণে সাধারণ মানুষ দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসার নামে এই ধরণের ভ-ামি কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই বিষয়ে স্থানীয় এক ওষুধের দোকানদার মো: মাসুম বিল্লাহ টুটুল বলেন এই ডাক্তার দীর্ঘ দিন মানুষের জীবনের সাথে এই নোংড়া খোলা করছিল। সর্বস্তরের আপামর জনসাধারণ এর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাথে সাথে তিনি জেলা প্রশাসনকে এই ধরণের জনহীত কর কাজের জন্য ধন্যবাদ জানন। পরবর্তীতে পঞ্চানন মহলী জেলা প্রশাসনকে স্বহস্তে লিখিত মুচলেকা প্রদানের মাধ্যমে স্বীকার করেন যে ১৯ সেপ্টম্বর ২০১৮ এর পরে তার প্র্যকটিস করার কোন বৈধতা নেই।