আফগানিস্তানকে ১৩১ রানে গুঁড়িয়ে দিল জিম্বাবুয়ে

20
আফগানিস্তানকে ১৩১ রানে গুঁড়িয়ে দিল জিম্বাবুয়ে

খেলাধুলা ডেস্ক: এশিয়ার উঠতি দল আফগানিস্তানকে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রানে গুঁড়িয়ে দিল জিম্বাবুয়ে। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান। দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় তারা। এভাবে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৪৭ ওভারে ১৩১ রানে অলআউট হয় আফগানিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আফসার জাজাই। এছাড়া ৩১ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। দুই অঙ্কের ফিগার পূরণ করতে পারেননি আফগানিস্তানের সাতজন ব্যাটসম্যান। যে কারণে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। জিম্বাবুয়ের হয়ে ৪ ও ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াচি।

জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধাজনক অবস্থানে নেই জিম্বাবুয়েও। স্কোর বোর্ডে মাত্র ৩৮ রান করতেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।