আদিবাসী নৃ-তাত্বিক জনগোষ্টির আর্থ-সামাজিক উন্নয়নে উপকরণ বিতরণ

48

স.ম ওসমান গনী সোহাগ:
বৃহস্পতিবার (১৯ শে জুলাই) সকাল ১০ টায় আদিবাসী মুন্ডাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর সম্মেলন কক্ষে উপকরণ বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা IDES Onlus, Italy এর অর্থায়নে Small Interventions for Community Development in the Sundarban Munda Villages (SICDSMV) প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় বসবাসরত ৪২ জন আদিবাসী মুন্ডাদের মাঝে প্লাস্টিক পানির ড্রাম, হাঁস মুরগি, দর্জি কাজের জন্য সহায়তা, ধান বীজ, মাছের পোনা এবং গরু বিতরন করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম সভায় সভাপতিত্ব করেন গোপাল চন্দ্র মুন্ডা।
প্রধান অতিথির আসন গ্রহন করনে কিরণ শংকর চ্যার্টাজি উপজেলা সমাজসেবা প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লুইজি পাজ্জী এস এক্স (পরিচালক, যীশুনাম আশ্রম) ঈশ্বরীপুর, শ্যামনগর, সাতক্ষীরা। সভায় সঞ্চালনায় ছিলেন (SICDSMV) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও কাম হিসাবরক্ষক তারাপদ মুন্ডা ও দিপঙ্কর বিশ্বাস কর্মসূচী কর্মকর্তা সামস।