আগামীকাল থেকে চালু হচ্ছে সাতক্ষীরা টু মুন্সীগঞ্জ গেটলক

273
bus-বাস

ডেস্ক নিউজঃ আগামী কাল সকাল ৭:০৫ ঘটিকা হইতে সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ গেটলক সার্ভিস চালু হতে যাচ্ছে। সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় জেলা প্রশাসন ও পুলিশ সুপারের উদ্যোগে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও কালিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির যৌথ পরিচালনায় গেটলক সার্ভিস চালু হচ্ছে।

মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলে তিন বছর ধরে বন্ধ আছে সাতক্ষীরা টু মুন্সীগঞ্জ গেটলক, ভোগান্তিতে ছিল লক্ষ লক্ষ মানুষ, অবশেষে এমপি এস. এম. জগলুল হায়দারসহ সাতক্ষীরা ও প্রশাসনের সহযোগিতায়, বাস মিনিবাস মালিক সমিতির সাথে আলোচনা করে আগামী কাল থেকে এ সিদ্ধান্ত গ্ৰহন করা হয়েছে।