ধর্ষণের ঘটনায় চুন্নু বেপারীকে (বাঁয়ে) কারাগারে পাঠিয়েছেন আদালত
শিবচর প্রতিনিধি : শরিয়তপুরের জাজিরা উপজেলায় অবস্থিত স্বামীর বাড়ি থেকে শিবচর উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন এক গৃহবধূ। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের আখক্ষেতে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুরের ওই ঘটনায় জড়িত সন্দেহে শিবচরের ভদ্রাসন গ্রামের চুন্নু বেপারী (৫৫) নামের একজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবা বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। পরে চুন্নু বেপারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে স্বামীর বাড়ি থেকে ওই দিনমজুরের স্ত্রী শিবচরে বাবার বাড়ি ফিরছিলেন। তিনি হেঁটে উপজেলার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় রাস্তা ফাঁকা পেয়ে ওই গৃহবধূর মুখ চেপে ধরে আখকক্ষেতে নিয়ে ধর্ষণ করেন চুন্নু বেপারী। পরে তাকে সেখানে ফেলে পালিয়ে যান চুন্নু।
স্থানীয় লোকজন সেখান থেকে গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে চুন্নু বেপারীকে আটত করে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে ওই মামলায় চুন্নু বেপারীকে আটক করে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।