অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা গুগল স্মার্টফোনের সিরিজ হল অ্যান্ড্রয়েড ওয়ান। এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকায় এন্ট্রি লেভেল ফোনের বাজার ধরতেই মূলত এই ফোন আনে গুগল। কিন্তু এখন নজর এর থেকেও বেশি কিছুতে। এখন মিড টিয়ার ফোনের বাজারেও ঝাঁপিয়েছে তারা।
একটা ধারাবাহিকতা বজায় রেখে অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সের ভাবনা রয়েছে এই ফোনের।
অ্যান্ড্রয়েড ওয়ান ঠিক কী ছিল
উন্নয়নশীল দেশের উন্নয়নশীল বাজারে গুগলের নজর। ইন্টারনেটের ব্যবহার ঠিকমতো না করতে পেরেও যারা ইন্টারনেটের জালে ফাঁসতে বাধ্য হচ্ছে, তাদের হেল্পিং হ্যান্ড এই ফোন। Micromax, Karbonn, Spice, Mito-র মতো কমদামী ফোন নিয়ে কারবার করছে গুগল। নুন্যতম একটা পারফরম্যান্স কোয়ালিটি বজায় থাকছে, দামও পকেট ফ্রেন্ডলি। ফলে এই দামে অন্যান্য ফোনের থেকে এই ফোন অনেক বেশি সহজ ও উপভোগ্য। কিন্তু নড়বড়ে মার্কেটিং স্ট্রাটেজির দৌলতে এই স্বপ্ন সফল হয়নি গুগলের। প্রজেক্ট মুখ থুবড়ে পড়েছে।
এখন কী হয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান
এবার ফ্ল্যাগশিপ ফোনে নজর দিয়েছে গুগল। ফলে কমা ফিচার্স নয়, পুরো অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সে থাকছে গুরুত্ব। ফলে একটু বড় সংস্থা যেমন Xiaomi, Motorola, বা HTC-র মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। থাকছে সফটওয়্যার আপডেটও। Nexus বা Pixel ফোনের কোয়ালিটি মিলছে।
এরপর যা হল
কমদামী ফোন থেকে নজর সরেছে। তা সত্ত্বেও এই কম দামী ফোনের বিপুল বাজার হাতছাড়া করেনি তারা। এসেছে Android Go. Android 8.0 Oreo থেকে এখন তার নানান আপডেট। কম দামী ফোনের বাজারে ভালই কাটতি এর। Android Go সংস্থাগুলির কাছে হার্ডওয়্যার নিয়ে বেশি দাবিদাওয়া করেনি। তবে তা যেন সাধ্যের মধ্যে হয়, সেই টুকু বিষয় নজরে রাখা হয়েছে।
শেষের কথা
তবে অ্যান্ড্রয়েড ওয়ান এখনও গ্রাহকদের কাছে বেশ পছন্দের। নিরবিচ্ছিন্ন পরিষেবা এই সফটওয়্যারের বৈশিষ্ট। পকেটের সাধ্যের মধ্যে গুগল যা যা অফার করে, সবকিছুই আছে এই ভার্সানে।