অা.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ অাটক

17

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্ত থেকে ১২শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি।

সাতক্ষীরা পদ্ম শাখরা সীমান্ত থেকে ১২শ পিস ইয়াবাসহ তিন জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মহিয়ুর ইসলাম(ময়ুর ডাক্তারের) ছেলে মহন (৩২) দেবাহাটা উপজেলার রঘুনাথপুরের সঞ্চয় মোড়লের ছেলে দিপ (৩৭) ও সদর উপজেলার বৈচনা গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম আসাদ।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, বুধবার ভোর রাতে সাতক্ষীরার পদ্ম শাখরা সীমান্ত দিয়ে মাদকের একটি বড়ো চালান দেশের ভিতরে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১২শ পিস ভারতীয় ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।