অাশাশুনিতে সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

32

নিজস্ব প্রতিবেদক: অাশাশুনিতে সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বে-সরকারী সংস্থা উন্নয়ন এর বাস্তবায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় অাশাশুনি সদর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির অাওতায় উন্নয়নে যুব সমাজ,শিক্ষা সহায়তা কার্যক্রমের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ৩০ শে জুন,শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এক অনুষ্ঠানের অায়োজন করা হয়। অনুষ্ঠানটি অাশাশুনি শাখা অফিসের মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অাশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারক নাথ মন্ডল,০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারিকুল অাওয়াল, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার,এন.এইচ.কেটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুমার সরকার,বলাবাড়িয়া অামজাদ অালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকার,স্বাস্থ্য পরিদর্শক মোঃ ইকবার কবির,শাখা ব্যবস্থাপক অতীশ দীপঙ্কর মণ্ডল,এমঅাইএস অফিসার তাপসী তরফদার,রাজ্বাক,হানিফ,শংকর,মনিরুল,রামপ্রসাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অাশাশুনি ইউনিয়নের সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন।
অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরণ করা হয়।