নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অসহায় বিধবা নবীজান খাতুন দীর্ঘদিন যাবত একাকী বসবাস করে আসছে। ভিক্ষা করে তিনি তার সংসার পরিচালনা করতেন। হঠাৎ করে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি দেখা দিলে সরকারি নির্দেশনা মানতে তিনি খাবারের জন্য বাহিরে যেতে পারছিলেন না। খুব অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছিলেন। গত কয়েকদিন তার খাদ্য সংকট দেখা দিলে সে খাবারের জন্য বিভিন্ন জনকে বললেও তিনি কোন সহায়তা পাননি।
উক্ত অসহায় মহিলার বিষয়টি সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর দৃষ্টিগোচর হলে সাথে সাথে ওই অসহায় বিধবা মহিলার জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অসহায় বিধবা নবীজান খাতুনকে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পোঁছে দেন লাল সবুজের কথা’র বার্তা সম্পাদক ইয়াছিন আলী ও সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু।
এ সময় অসহায় নবীজান খাতুন বলেন, আমি সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ যেনো তাদের সুস্থ রাখেন। আমি কোন সহায়তা না পেয়ে খুব চিন্তিত ছিলাম যে কিভাবে আমি আমার সংসার চালাবো। সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আমি চিন্তামুক্ত হলাম।