অসহায় বিধবা জানু বেগমের সহযোগিতায় এগিয়ে এসেছেন মোঃ কামরুল হাসান চেয়ারম্যান

22
lal sobujer kotha
গতকাল জীবনপুর (অাব্দুল্লাপুর) গ্রামের এক বিধবা অসহায় জানু বেগমের করুণ কাহিনী নিয়ে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরাম, দেবিদ্বার, কুমিল্লা গ্রুপ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসের প্রেক্ষিতে সংগঠনের সদস্যবৃন্দ চেয়ারম্যান সাহেবের সুদৃষ্টি কামনা করেন।
মোঃ কামরুল হাসান চেয়ারম্যান সাহেব বিষয়টি অবগত হয়ে এই অসহায় বিধবা জানু বেগমের বিধবা কার্ডের ব্যাপারে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে স্টাটাসে একটি কমেন্ট করেন এবং বিধবা জানু বেগমকে দেখা করতে বলেন।
অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে সংগঠনের ভাবমূর্তি বাড়ানোর জন্য সংগঠনের অন্যতম উপদেষ্টা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় হোক অসহায় মানুষের অাকুতি, জয় হোক মানবতার অার মহান অাল্লাহ তৌফিক দান করুক সাহায্যকারী এই মানুষদেরকে।