অসহায় পরিতোষকে খাদ্য সামগ্রী দিলেন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন

35

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার জয়নগর গ্রামের বাসিন্দা পরিতোষ ঘোষ সরকারি নির্দেশনা মানতে ঘরের বাহিরে বেরোতে পারছিলো না। দিনমজুর পরিতোষ ঘোষ দিনমজুরি করেই তার অভাবের সংসার চালান। কাজ করতে বাহির হতে না পারায় ঘরের খাবার সংকট দেখা দেয়। ফলে বেঁচে থাকার তাগিদে প্রতিবেশীদের কাছে ধার চাইতে হচ্ছে দিনমজুর পরিতোষ ঘোষের। তিনজনের সংসার চালাতে ইতোমধ্যে ব্যর্থ হয়ে পড়েছেন তিনি। পাননি কোন সরকারি সহায়তা। বিভিন্ন পত্রিকায় অসহায় পরিতোষ ঘোষের কোন সহায়তা না পাওয়ার সংবাদ প্রকাশ হয়।

এমন সংবাদ সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের দৃষ্টিগোচর হলে তারা দিনমজুর পরিতোষ ঘোষকে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১০ কেজি চাল, এক কেজি আলু , ডাল, তেল ও সাবান পৌঁছে দেয়। এবং পরবর্তীতে তাকে আরো সহায়তা করা হবে বলে আশস্ত করে।

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা পেয়ে পরিতোষ ঘোষ জানান, করোনাভাইরাসের কারণে আমি দিনমজুরি না করতে পেরে খুব অসহায়ত্বের মধ্যে দিয়ে জীবনযাপন করছিলাম। সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের ছেলেরা আমাকে খাদ্য সামগ্রী দিয়ে যে উপকার করলো আমি তা কখনও ভূলবো না। আমি তাদের মঙ্গল কামনা করছি।

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমরা ইতোমধ্যে অসহায় হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য করোনা ফান্ড গঠন করেছি। আমাদের ফান্ডে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগদ টাকা সহ খাদ্য সামগ্রী দান করছে। আমরা পর্যায়ক্রমে অসহায় হতদরিদ্রদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পোঁছে দিবো।