জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ যাতায়াতের সুবিধার্থে কলারোয়ায় অসহায় এক এসএসসি পরীক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। মঙ্গলবার সন্ধ্যায় থানা চত্বরে বেবি নাজনিন নামের ওই ছাত্রীর হাতে সাইকেলটি তুলে দেন।
বেবি নাজনিন কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামের আজিবর বিশ্বাসের কন্যা ও মির্জাপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এসময় ছাত্রীর মা মোছা.লিলিমা খাতুনসহ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জেল্লাল হোসেন, সেকেন্ড অফিসার নাজিম উদ্দিন, ডিউটি অফিসার শারমিন সুলতানা শিখাসহ থানার সকল পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।