কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ০১ লা জুলাই শনিবার কলারোয়া উপজেলাধীন ১১নংদেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারের বঙ্গবন্ধু সৈনিক লীগের আঞ্চলিক কার্যালয়ে মোছাঃ রাবেয়া বেগম নামক ত্রিশোর্ধ এক মাঝ বয়সী নারীকে তার সন্তানের চিকিৎসার জন্য অর্থ তুলতে দেখা যায়।স্থানীয়রা মহিলার নিকট জানতে চাইলে তিনি জানান যে,কলারোয়ার কাজিরহাটের ফকির পাড়ায় তার বাড়ি।তার সন্তানের নাম আরিফ। বয়স ১২ বছর, কিডনি নষ্ট হয়ে গেছে।
পরে স্থানীয়রা মহিলার নিকট প্রশ্ন রাখেন যে,যে অঞ্চলে সাহায্য প্রার্থীর বাড়ি ঐখানে তো বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাতক্ষীরা -১(তালা-কলারোয়া-পাটকেলঘাটা) আসনের মনোনয়ন প্রত্যাশী সরদার মুজিবের বাড়ি উনি কি কোন সহযোগীতা করেছেন কি’না?
জবাবে সাহায্য প্রার্থী বলেন,সরদার মুজিব ভাই আমার সন্তানকে বাচাতে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা সহযোগীতা করেছেন।
সেখানে উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় সহ বলেন যে,যে ব্যক্তি সরকারী কোন সুযোগ-সুবিধা গ্রহন ছাড়াই অসহায় ব্যক্তির সহযোগীতায় উদার মনে নিজ সম্পদ নিয়ে এগিয়ে আসেন,এমন ব্যক্তি এম.পি মনোনয়ন পেলে এবং হলে জনগণ কিছু পাবে।’
অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান,কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল,ইউনিয়ন তাতী লীগের সভাপতি মোঃ আলমগির হোসেন,ইউনিয়ন যুবলীগ সভাপতি বাপ্পি খান,ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি সোহাগ খান,ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি স.ম.আব্দুল্লাহ, সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।