স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটটি অবশেষে ভাঙ্গা হচ্ছে। ইতিপূর্বে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ যোষণা করা হয়েছিল ভবনটি। যদিও সাতক্ষীরা নিউ মার্কেট ব্যবসায়ীরা ভবনটি ভাঙ্গার কার্যক্রেমের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে একটি রিট করেছিল।
রিট খারিজ হওয়ার পর সাতক্ষীরা পৌরসভার পক্ষে সপ্রীম কোর্টের রায় নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পৌর মেয়র,কাউস্নিলর ও সদর থানা পুলিশের উপস্থিতিতে সোমবার ১৫(অক্টোবর)সকালে নিউ মার্কেটের পুরনো,জরাজীর্ন ভবনটি পৌরসভার তত্ত¡াবধানে ভাঙ্গার কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য অত্যান্ত ঝূকিপূর্ণ হওয়ায় এই মার্কেটটি গত ইং ৪/৪/১৭ তারিখে জনস্বার্থে পরিত্যক্ত(কনডেম)ঘোষণা করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ভয়াবহ দুর্ঘটনা ও মানুষের প্রাণহানী ঠেকাতে গত ০৫ আগষ্ট রাত ১০টা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটের প্রধান গেটে ও সকল দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়। কয়েক বার নোটিশ ও মাইকিং করে দোকানের মালামাল সরিঢে নিতে বলা হয়।
এর পরও নিউমার্কেটের ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করে মালামাল সরিয়ে নেয়নি। গত ১৪ অক্টোবর সারা দিন নিউ মার্কেটের প্রধান গেটের সামনে পুনরায় সকল দোকান মালিকদের তাদের মালামাল সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়।
১৫ই অক্টোবর সকালে নিউ মার্কেটে ভাঙ্গার কার্যক্রম শুরু হলে দোকান মালিকেরা তাদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়। এই সময় মানবিক কারণে নির্বাহী মেজিষ্ট্রেট স্বজল মোল্লা ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ব্যবসায়ী দের মালামাল সরিয়ে নেওয়ার জন্য আগামী ১৬ই অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত সময় বেধে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর পেনেল মেয়র অব্দুস সেলিম,কাজী ফিরোজ হাসান,সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম,শফিকুল আলম বাবু,শহিদুল ইসলাম,মহিলা কাউন্সিলর জোৎস্না আরা,ফারহা দীবা সাথী, অনিমা রণী,পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুন করিম,সহকারী প্রেকৌশলী শুভ্র চন্দন মহলী প্রমুখ। এই ব্যাপারে জানতে চাইলে স্থানীয় মানুষের বলেন মানুষের প্রাণহানী ঠেকাতে পৌরকর্তৃপক্ষের এই কার্যক্রমকে আমরা সমর্থন করি। একটি সুন্দর,আধুুনিক,দৃষ্টিনন্দন নিউ মার্কেট ভবন সাতক্ষীরা শহরের সৌন্দর্য আরও বাড়াবে।