তালায় অন্যের বউয়ের সাথে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় অাটক-২

16

নিজস্ব প্রতিনিধি: অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তালা থানা পুলিশ দুই জনকে অাটক করেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল এর নেতৃত্বে বিশেষ অভিযান কালে ২৮ সেপ্টেম্বর রাত ২.৩০ ঘটিকার দিকে তাদেরকে অাটক করে।অাটককৃতরা হলেন,তালার জালালপুর ইউনিয়নের রফিকুল মোড়লের ছেলে মোঃ অাবু সাঈদ এবং কয়রার ইসলামকাটি ইউনিয়নের গোলাম অাজমের স্ত্রী মোছাঃ লিমা বেগম।তাদের দুইজনকে অাদালতে সোপর্দ করা হয়েছে।