হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন একাধিক মহিলা। সিএনএন-কে দেওয়া সাক্ষাত্কারে এক অভিযোগকারিনী দাবি করেছেন, ২০১৫ সালে ‘গোয়িং ইন স্টাইল’ ছবি তৈরির সময় স্টুডিওয় অভব্য আচরণ করেন ফ্রিম্যান। ওই মহিলার প্রতি একাধিকবার অশ্লীল ব্যবহার করেছেন বলে প্রবীণ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ‘গোয়িং ইন স্টাইল’ নামে এই কমেডি ছবিতে ফ্রিম্যান ছাড়াও অভিনয় করেছেন মাইকেল কেইন, অ্যালান আরকিন।
অভিযোগকারিনী দাবি করেছেন, বিভিন্ন সময়ে কাজের ফাঁকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করতেন ফ্রিম্যান। এমনকী শরীরের নানা জায়গায় আপত্তিকরভাবে স্পর্শও করতেন তিনি। এমনটাই বিস্ফোরক অভিযোগ ৮০ বছর বয়সী অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে। সাক্ষাত্কারে ওই মহিলা আরও অভিযোগ, একবার অন্তর্বাস পরেছি কি-না তা জানার জন্য স্কার্ট তোলার চেষ্টা করেছিলেন ফ্রিম্যান। প্রকাশ্যে এমন কাজ করায় সহকারী অভিনেতা অ্যালান প্রতিবাদও করেন বলে দাবি ওই মহিলার।
এর আগেও ফ্রিম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ২০১২ সালে ‘নাউ ইউ সি মি’ ছবির প্রোডাকশনের এক মহিলা কর্মীও অভিযোগ করেছিলেন, ফ্রিম্যান হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ওই মহিলার শরীর নিয়ে নানা কটূক্তি করার অভিযোগ ওঠে ‘শশঙ্ক রিডেম্পশনে’র অন্যতম নায়কের বিরুদ্ধে। সিএনএন-কে দেওয়া সাক্ষাত্কারে ১৬ জন ব্যক্তি ফ্রিম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানি, অভব্য আচরণের অভিযোগ এনেছেন।