নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ভূমি কমিটির সভাপতি কালিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি অধ্যাপক আব্দুল খালেক স্যার আর আমাদের মধ্যে নেই। সকল জল্পনা-কল্পনার আশা-আকাঙ্খার অবসান ঘটিয়ে অবশেষে ৫ মার্চ বৃহস্পতিবার বেলা সােেড় ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। ইন্নালিল্লাহি….. ….রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী দুই কন্যা আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মরহুমের মৃতদেহ খুলনা থেকে গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার জুম্মা বাদ কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ফুটবল ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
১ মার্চ রবিবার বিকেল ৫টায় দিকে কালিগঞ্জ-শ্যামনগর কুকোডাঙ্গা মোড়ে মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্বক আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলতা হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল হাসপাতালে নিবিড় পর্যাবেক্ষনে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে অধ্যাপক আব্দুল খালেক এর মৃতদেহ বাড়িতে নিয়ে এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, সাংবাদিক, ভূমি কমিটি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী পুরুষসহ সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখা এবং শ্রদ্ধা জানানোর জন্য বাড়িয়ে যায় এবং গভীর শোক ও সমবেদনা জানায় অধ্যাপক আব্দুল খালেক স্যার এর মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রেসক্লাবের সকল সদস্য এছাড়া তার মৃত্যুতে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ অন্যান্য রাজনৈতিক দল, উপজেলা ভূমি কমিটি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীরভাবে সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য অধ্যাপক আব্দুল খালেক ছিলেন সময়ে উপযোগী একজন সাহসী প্রতিবাদী ব্যক্তি। তার মৃত্যুতে কালিগঞ্জ বাসি একজন সৎ ও সাহসী ব্যক্তি কে হারালেন।